যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল/প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন-ক্ষেত্রমতে, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন-ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি।
এছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন –
ক) আয়কর আইনের ধারা ২৬৬ অনুযায়ী জরিমানা পরিশোধ করতে হবে;
খ) একতরফা ভাবে নির্ধারিত কর পরিশোধ করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ও সব রকমের TAX, VAT ও Company রিলেটেড সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাহমুদ এন্ড এসোসিয়েটস। ৪ বাই ৭ এর ৮, ইষ্টার্ন ট্রেড সেন্টার, ৫ম তলা, ৫৬ নয়া পল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০