দৈনন্দিন জীবনের লেনদেন ও বিভিন্ন সুযোগ-সুবিধায় নিয়মিত আয়কর রিটার্ন জমা ও কর পরিশোধ অপরিহার্য
ব্যর্থতায় দেখা দিতে পারে আইনি জটিলতা —
————————————————- —————————-
=>আইনি বাধ্যবাধকতা
২০২৩ আয়কর আইনে, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা প্রদানের বাধ্যবাদকতা আরোপ করা হয়েছে।

আয়কর আইনে, যে সম্পদ আয়কর ফাইলে দেখান নাই, সে সম্পদ ব্ল্যাক সম্পদ। সুতরাং সম্পদকে বৈধতা সম্পদ হিসাবে গণ্য করতে অবশ্যই নিয়ম মেনে যথাযথ পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেয়া অপরিহার্য।
=> বিভিন্ন সুযোগ-সুবিধার সহজলভ্যতা
২৬৪ ধারায় ৪৩ টি সেবার কথা বলা আছে, যা পেতে হলে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে।
=> আয়ে বৈধতা ও স্বচ্ছতা প্রমাণ
আয়কে স্বচ্ছ ও বৈধতা প্রমাণ করতে আয়কর রিটার্ন জমা দেওয়া খুবই জরুরি।
=> কর-রেয়াত সুবিধা
কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে, বিনিযোগে যে ১৫% কর-রেয়াত বা রিবেট নেয়ার সুযোগ রয়েছে তা থাকবেনা।
=> আয়ের অব্যহতি সুবিধা
কর দিবসের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে, মোট আয় হতে আয়কর আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী যে অব্যহতি বা ছাড় পাওয়ার সুযোগ আছে তা থাকবেনা।
=> সুদ ও জরিমানা
১৭৪ ধারা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে অধিক পরিমানে সুদ ও জরিমানা প্রদান করতে হবে।
=> আইনি জটিলতা
আয়কর রিটার্ন দাখিলযোগ্য ব্যক্তি হয়েও আয়কর রিটার্ন জমাদানে ব্যর্থ হন, তাহলে জীবনের বিভিন্ন প্রযোজনীয় ক্ষেত্রে আইনি জটিলতা ও হয়রানির স্বীকার হতে পারেন।
—
ইনকাম ট্যাক্স, ভ্যাট, কোম্পানি সংক্রান্ত যে কোন বিষয়ে আপনার সহযোগিতায় আমরা আছি সবসময়।