আমরা বেশিরভাগ উদ্যোক্তাই ব্যবসার পরিকল্পনার শুরুতেই আইনগত কাগজপত্র তৈরিতে ভুল করে বসি। সবাই একে বলে বিসমিল্লাতেই গলদ!!
একজন কোম্পানি ল,ইয়ার হিসেবে আমি বিষয়টির সাথে একমত। দেখুন আপনার স্বপ্ন ও বিশ্বাস অনেক বড়। একে আপনার জীবনে বাস্তবায়ন করতে হলে শুরু থেকেই আপনার স্বপ্নের সাথে মিল রেখে আইনগত কাগজপত্র তৈরি করুন। না বুঝার কারণে এই দূর্বলতার সুযোগ এক শ্রেণী নিয়ে নেয়, আপনার সচেতনতাই পারে আপনার স্বপ্নের ব্যবসাকে সুরক্ষিত রাখতে।