সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে রীট পিটিশন নং-১৬৯১/২০২১ এর রায় জারি করা হয়েছে। বিষয়টা হলো, শিপিং এজেন্ট কর্তৃক প্রদত্ত সেবা রপ্তানি হিসেবে গণ্য হবে কি-না সে সংক্রান্ত। এই মামলার আদেশে উচ্চ আদালত এই মর্মে আদেশ দিয়েছেন যে, শিপিং এজেন্টের প্রদত্ত সেবা রপ্তানি হিসেবে বিবেচিত হবে এবং শূন্যহার বিশিষ্ট হবে। শিপিং এজেন্টের সেবা হলো, জাহাজ আমাদের দেশে আগমনের পর জাহাজে নানা ধরনের সেবা দেয়া। এই সেবা আমাদের দেশের ভৌগোলিক সীমার মধ্যে দেয়া হয়। তবে, জাহাজের মালিক বিদেশ থেকে ব্যাংকিং মাধ্যমে বৈদেশিক মুদ্রায় মূল্য প্রেরণ করে। তাই, এই সেবাকে মাননীয় আদালত কর্তৃক শূন্যহার বিশিষ্ট সেবা হিসেবে বিবেচনা করতে আদেশ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক পরিবহন সেবার ক্ষেত্রে মাঝে মাঝে কেউ কেউ এমন প্রশ্ন উত্থাপন করে থাকেন। ধরুন, আমাদের দেশের একটা জাহাজ বিদেশী কোনো জাহাজ কোম্পানির পক্ষে সিঙ্গাপুর থেকে কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিয়েছে। এই পরিবহন সেবা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক জলসীমায় দেয়া হয়েছে যা বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে। যে বিদেশী কোম্পানির পক্ষে কন্টেইনার সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত পরিবহন করা হয়েছে, সে কোম্পানীর মালিক বিদেশ থেকে ব্যাংকিং মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করেছে। এই সেবা শূণ্যহার বিশিষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই।